Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

রাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক শাহনারা হোসেন আর নেই


রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইতিহাস বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. শাহনারা হোসেন মারা গেছেন (ইন্নালিল্লাহি……..রাজিউন)। বার্ধক্যজনিত কারণে গতকাল শনিবার (৩১ আগস্ট) রাত ৯টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।

মরহুমা শাহনারা হোসেন রাবির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রবীন শিক্ষক অধ্যাপক ইমেরিটাস ড. এ বি এম হোসেনের সহধর্মিণী। তিনি রাজধানীর কলাবাগান এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন।

আজ রবিবার (০১ সেপ্টেম্বর) কলাবাগান ডলফিন মসজিদে বাদ জোহর মরহুমার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাকে মিরপুর শহীদ বুদ্ধিজীবি কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্বামী, দুই পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমার আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীরা।

অধ্যাপক শাহনারা হোসেন ১৯৬০ সালে রাবির ইতিহাস বিভাগের শিক্ষক হিসেবে যোগদান করেন। দীর্ঘদিন শিক্ষকতা শেষে ২০০০ সালের ৩০ মে তিনি অবসর গ্রহণ করেন।


Exit mobile version