রাবির ঈদুল আযহার ছুটি ৭ আগস্ট


রাবি প্রতিনিধি:
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি)  আগামী ৭ আগস্ট থেকে ছুটি হবে। ছুটি চলবে ২২ আগস্ট পর্যন্ত। শনিবার (০৩ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার এ তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার জানান, ‘পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আগামী ৭ আগস্ট থেকে ২২ আগস্ট পর্যন্ত টানা ১৬ দিনের ছুটিতে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। আগামী ২৫ আগস্ট রোববার থেকে যথারীতি ক্লাস পরীক্ষা শুরু হবে। এদিকে প্রশাসনিক কার্যক্রম ও অফিস চলবে ৭ আগস্ট পর্যন্ত। পরে ৮ আগস্ট থেকে ২২ আগস্ট পর্যন্ত প্রশাসনিক কার্যক্রমও বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো ৮ আগস্ট থেকে ২৪ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে।থ

আবাসিক হলগুলো বন্ধের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক ড. আমিনুল ইসলাম বলেন, ‘আগামী ৮ আগস্ট বৃহস্পতিবার দুপুর ২টার মধ্যে হলগুলো ছাড়তে হবে। অন্যদিকে ২৪ আগস্ট শনিবার সকাল ১০টায় হলগুলো খুলে দেয়া হবে।থ


শর্টলিংকঃ