রাবির প্রথম প্রশাসনিক ভবন হস্তান্তরের প্রতিবাদ


বিশ্ববিদ্যালয় প্রতিবেদক:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রথম প্রশাসনিক ভবন সংস্কৃতি মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করায় প্রতিবাদ জানিয়েছে রাবি শাখা বাংলাদেশ ছাত্র ফেডারেশন। বুধবার দুপুর দুইটায় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধন থেকে এমন সিদ্ধান্ত বাতিলের দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রশাসনিক ভবন ছিল বড়কুঠি। এই ভবনটি বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যের ধারক ও বাহক। বিশ্ববিদ্যালয়ের মত একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সম্পত্তি সরকারের একটি মন্ত্রণালয়কে হস্তান্তর করা অন্যায্য ও হঠকারী সিদ্ধান্ত। কয়েকজন সদস্যের আপত্তি সত্ত্বেও সিন্ডিকেট সভায় এই প্রস্তাব অনুমোদন হয়েছে।

এসময় তারা আরও বলেন, অনেকে এই সিদ্ধান্তের প্রতিবাদ করলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন শোনেনি। শিক্ষক সমিতিও এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই সিদ্ধান্ত থেকে সরে আসার দাবি জানাই।

রাবি শাখা ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক মহব্বত হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে সংগঠনের সভাপতি রাশেদ রিমন, সাংগঠনিক সম্পাদক ইসরাফিল আলম, দপ্তর সম্পাদক অন্তু বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।


শর্টলিংকঃ