রাবির লোকপ্রশাসন বিভাগের রজতজয়ন্তী উৎসব শনিবার


নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) লোক প্রশাসন বিভাগের ২৫ বছর পূর্তি উপলক্ষে দিনব্যাপী ‘রজত জয়ন্তী’ উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে শনিবার (৩০ মার্চ)। উৎসবে বর্ণাঢ্য র‌্যালি, স্মৃতিচারণ, অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন, মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮মার্চ) দুপুরে লোক প্রশাসন বিভাগের সভাপতির কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিভাগের সহযোগী অধ্যাপক আবু সাইদ মো. নাজমুল হায়দার।

নাজমুল হায়দার জানান, সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনের সামনে জাতীয় সংগীত ও পায়রা উড়িয়ে দিনব্যাপী উৎসবের উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান।

উদ্বোধন শেষে বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের করা হবে। র‌্যালিটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এসে শেষ হবে।

পরে মিলনায়তনে সাবেক শিক্ষার্থীদের স্মৃতিচারণ পর্ব অনুষ্ঠিত হবে। বিকেলে অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন ও সন্ধ্যায় শেখ রাসেল স্কুল চত্বরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে দিনব্যাপী উৎসবের সমাপ্তি ঘটবে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিভাগের সভাপতি ও রজত জয়ন্তী উৎসবের আহ্বায়ক অধ্যাপক পারভেজ আজহারুল হক, অধ্যাপক মো. আওয়াল হোসাইন, সহযোগী অধ্যাপক মোছা.শুভ্রা চৌধুরী, মো. নুরুল মোমেন প্রমুখ উপস্থিত ছিলেন।


শর্টলিংকঃ