রাবি অর্থনীতি বিভাগ অ্যালামনাই সম্মিলন শুরু


নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অর্থনীতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের তৃতীয় দ্বি-বার্ষিক সম্মিলন শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনের সামনে বেলুন-ফেস্টুন উড়িয়ে দুই দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান।

অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক এম রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ-উপদেষ্টা বিশিষ্ট অর্থনীতিবিদ ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। এতে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন বিভাগের সভাপতি অধ্যাপক কেবিএম মাহবুবুর রহমান, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আরিফুল হক কুমার প্রমূখ। এতে বিভাগের প্রাক্তণ শিক্ষকদের সংবর্ধনা দেওয়া হয়।

এরআগে বিশ্ববিদ্যালয়ের ড. মমতাজ উদ্দিন আহমদ অ্যাকাডেমিক ভবন চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এসে শেষ হয়।

পরে সেখানে উদ্বোধনী পর্ব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুই দিনব্যাপী সম্মিলনের দ্বিতীয় দিনের কর্মসূচিতে রয়েছে স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, অ্যাকাডেমিক অধিবেশন, অ্যালামনাই আড্ডা।


শর্টলিংকঃ