Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

রাবি ছাত্রদলের কমিটি বিলুপ্ত


নিজস্ব প্রতিবেদক :

দীর্ঘ চার বছর ধরে মেয়াদোত্তীর্ণ থাকা রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের কমিটি বিলুপ্ত করা হয়েছে। বৃহস্পতিবার কেন্দ্রীয় ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক আজিজুল হক সোহেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

 

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের এক জরুরি সিদ্ধান্ত অনুযায়ী রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।

এতে আরো বলা হয়, খালেদা জিয়া ও গণতন্ত্রকে মুক্ত করার চলমান আন্দোলন-সংগ্রামে কার্যকারী ভূমিকা রাখার লক্ষ্যে আগামী ২০ মার্চের মধ্যে নিয়মিত ছাত্রদের প্রত্যক্ষ অংশগ্রহণে নতুন নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করা হবে।

২০১৪ সালের ২৪ জুলাই ২০০৪-০৫ সেশনের শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদকে সভাপতি ও ২০০৬-০৭ সেশনের কামরুল হাসানকে সাধারণ সম্পাদক করে দুই বছরের জন্য কমিটি ঘোষণা করা হয়। এর প্রায় তিন মাস পর ১৪৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।


Exit mobile version