রাবি ভাষা-সাহিত্য-সংস্কৃতি গবেষণা সংসদের ‘প্রথম পত্রিকা’র প্রকাশনা উৎসব অনুষ্ঠিত


রাবি প্রতিনিধি:
‘তোমার প্রকাশ হোক, কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতন’ এই প্রতিপাদ্যে ভাষা-সাহিত্য-সংস্কৃতি গবেষণা সংসদের ‘প্রথম পত্রিকা’র প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুলাই) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলা ভবনে এ প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগ এ প্রকাশনা উৎসবের আয়োজন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বর্তমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনির্ভার্সিটি’র উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ গবেষক অধ্যাপক ড. আবদুল খালেক ও বিশেষ অতিথি হিসেবে রাজশাহী শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মকবুল হোসেন (সালিম সাবরিন) উপস্থিত ছিলেন। আলোচক হিসেবে ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. শহীদ ইকবাল ও রাজশাহী কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শিখা সরকার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাবি বাংলা বিভাগের চেয়ারম্যান এবং ভাষা-সাহিত্য-সংস্কৃতি গবেষণা সংসদের সভাপতি অধ্যাপক ড. পি.এম. সফিকুল ইসলাম। প্রকাশনা উৎসবে আলোচকবৃন্দ দেশে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে এ ধরণের গবেষণাধর্মী পত্রিকার গুরুত্ব আলোচনা করেন। পত্রিকায় বিভিন্ন গবেষকের ভাষা-সাহিত্য-সংস্কৃতি নিয়ে গবেষণাধর্মী প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

অনুষ্ঠানে পত্রিকা বিষয়ে অনুভূতি ব্যক্ত করেন রাবির শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের পরিচালক অধ্যাপক ড. আবুল হোসেন চৌধুরী, আইবিএস’র সাবেক পরিচালক অধ্যাপক ড. স্বরোচিস সরকার। অনুষ্ঠানে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান অধ্যাপিকা রাশেদা খালেক, রাবির নাট্যকলা ও সঙ্গীত বিভাগের অধ্যাপক ড. আলমগীর স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন রাবি বাংলা বিভাগের অধ্যাপক ড. সুমাইয়া খানম ও রাজশাহী সরকারি সিটি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ড. আজিজুর রহমান দিপু।


শর্টলিংকঃ