Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

রাবি ভিসির পদে থাকা নিয়ে হাইকোর্টের রুল


বিশ্ববিদ্যালয় প্রতিবেদক:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান কোন কর্তৃত্ববলে উপাচার্য পদে বহাল আছেন তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার (০২ ডিসেম্বর) বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. ইকবাল কবিরের সি বেঞ্চ এ রুল জারি করেন।চার সপ্তাহের মধ্যে রাবির ভিসি, রাষ্ট্রপতির সচিব, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, রাবির রেজিস্ট্রারসহ ৮ জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী, আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহিন। রাজশাহী বিশ্ববিদ্যালয় ভিসির পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মাহবুবে আলম ও আইনজীবী মাসুদ হাসান চৌধুরী পরাগ। এর আগে রাবি ভিসির পদে থাকার বৈধতা নিয়ে গত ২৪ জুলাই রিট করেন বিশ্ববিদ্যালয়টির সাবেক ছাত্র সালমান ফিরোজ ফয়সাল।

পরে আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহিন সাংবাদিকদের বলেন, অধ্যাপক ড. এম. আব্দুস সোবহান রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন ১৯৭৩ এর ১১(২) ধারা অনুসারে ২০১৭ সালের ৭ মে চার বছরের জন্য উপাচার্য হিসাবে নিয়োগ পান। কিন্তু ১১(২) ধারা অনুযায়ী স্থায়ী (চার বছরের জন্য) নিয়োগের সুযোগ নেই। এ কারণে সাবেক ছাত্র সালমান ফিরোজ ফয়সাল হাইকোর্টে রিট করেন। শুনানি শেষে সোমবার হাইকোর্ট রুল জারি করেছেন।

তিনি আরও জানান, ১১(২) অনুসারে রাষ্ট্রপতি যেকোনো শিক্ষককে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দিতে পারেন। তবে চার বছরের জন্য নিয়োগ দিতে হলে ১১ (১) ধারা অনুসারে তিনিজনের প্যানেল থেকে একজনকে নিয়োগ দিতে হয়। কিন্তু তার ক্ষেত্রে এটা অনুসরণ করা হয়নি।


Exit mobile version