Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

রাবি শিক্ষক সমিতির সভাপতিসহ ৫ পদে হারলো আ’লীগপন্থীরা


রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক সমিতির নির্বাচনে আভ্যন্তরীণ কোন্দলে ফের ‘ধাক্কা’ খেয়েছে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের ‘হলুদ প্যানেল’। বিএনপি-জামায়াতপন্থী সাদা দলের চেয়ে প্রায় তিনগুণ বেশি সদস্য থাকা সত্বেও বৃহস্পতিবার অনুষ্ঠিত ভোটে সভাপতিসহ ৫টি পদে খুঁইয়েছে হলুদ প্যানেলের প্রার্থীরা।

নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক

তবে সহ-সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১০টি পদে জয়লাভ করেছে তারা। এর আগে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জুবেরি ভবনের শিক্ষক ক্লাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। গণনা শেষে সন্ধ্যায় ফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অধ্যাপক এবিএম হামিদুল হক।

বিএনপিপন্থী সাদা প্যানেল থেকে প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক সাইফুল ইসলাম ফারুকী ৫০৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলা বিভাগের অধ্যাপক খন্দকার ফরহাদ হোসেন (অনিক মাহমুদ) পেয়েছেন ৪৩৯ ভোট।

সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন হলুদ প্যানেলের অধ্যাপক আশরাফুল ইসলাম খান। তিনি পেয়েছেন ৪৯০ ভোট। অন্যদিকে তার প্রতিদ্বদ্বী সাদা প্যানেলে অধ্যাপক আমিনুল হক পেয়েছেন ৪৬৪ ভোট।

আওয়ামীপন্থী হলুদ প্যানেল থেকে নির্বাচিত অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি অধ্যাপক মো. সাইয়েদুজ্জামান (মিলন), কোষাধ্যক্ষ অধ্যাপক রেজিনা লাজ, যুগ্ম-সম্পাদক সহযোগি অধ্যাপক ড. মো. মোজাম্মেল হোসেন বকুল (সাজ্জাদ বকুল)।

হলুদ প্যানেল থেকে নির্বাহী সদস্য পদে জয়ী হয়েছেন আবুল কালাম আজাদ, শেখ শামসুল আরেফিন, এএম শহীদুল আলম লিটন, মো. রফিকুল ইসলাম, মো. আজিজুর রহমান, একেএম মাহমুদুল হক টুটুল।

অন্যদিকে বিএনপিপন্থী সাদা প্যানেল থেকে সভাপতি ছাড়াও নির্বাচিত অন্য চারজনহলেন- নির্বাহী সদস্য রেজাউল করিম-২, আলতাফ হোসেন, শাহাদাৎ হোসেন, ইয়ামিন হোসেন।

প্রগতিশীল শিক্ষক সমাজ সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান ও সাবেক উপাচার্য অধ্যাপক ড. মুহম্মদ মিজানউদ্দিনপন্থী শিক্ষকদের বিভক্তির কারণে নির্বাচনে সভাপতি পদে হারতে হয়েছে আওয়ামীপন্থীদের।

গত ১০ বছরে বিএনপিপন্থী সাদা দলের কোনো সদস্য বাড়েনি। অপরদিকে, এই ১০ বছরে যারা শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন তাদের সবাই প্রগতিশীল শিক্ষক সমাজের সদস্য। বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে মোট ভোটারের দুই তৃতীয়াংশেরও বেশি সদস্য ছিলো আওয়ামীপন্থীদের।

গতবছরও একই কারণে সভাপতি, সাধারণ সম্পাদকসহ বেশিরভাগ গুরুত্বপূর্ণ পদে জয়ী হয়েছিলো বিএনপি-জামায়াতপন্থী সাদা প্যানেলের প্রার্থীরা।


Exit mobile version