রামেকের ল্যাবে ১৬ জনের করোনা শনাক্ত


নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ল্যাবে একদিনে সর্বোচ্চ ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার (০২ জুন) নমুনা পরীক্ষায় তারা শনাক্ত হন। নমুনা পরীক্ষা শেষে রামেকের ভাইরোলজি বিভাগের প্রধান ডা. সাবেরা গুলনাহার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুই শিফটে এ দিন মোট ১৮৮টি নমুনার পরীক্ষা করা হয়। তবে রিপোর্ট পাওয়া গেছে ১৬৩টি নমুনার। এর মধ্যে ১৬টি নমুনায় করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ১৩ জনের বাড়ি পাবনা। দুইজনের বাড়ি নাটোর। আর একজন রাজশাহীর চারঘাটের বাসিন্দা।

পাবনায় এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫২ জন। নাটোরে আক্রান্তের সংখ্যা হলো ৫৮ জন। আর রাজশাহীতে আক্রান্তের সংখ্যা ৫৯ জন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবেও নমুনা পরীক্ষা চলছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানকার রিপোর্ট পাওয়া যায়নি।


শর্টলিংকঃ