রামেক হাসপাতালের কর্মীদের খাদ্যসহায়তা দিলেন ডা. মহিবুল হাসান


নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দৈনিক মজুরিভিত্তিতে কাজ করা ১২০জন কর্মচারীকে  খাদ্য সহায়তা দিলেন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ডা. মহিবুল হাসান। শনিবার দুপুর ১২টায় হাসপাতাল ভবনের সামনে তিনি চাল, ডাল, আলু, পেয়াজ, লবণ, তেল দেন।

রাজশাহী মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ও স্বাচিপ নেতা ডা. মহিবুল হাসান জানান, করোনা পরিস্থিতিতে অনেকেই কর্মহীন হয়ে পড়েছেন। এসব দরিদ্র মানুষের সহায়তায় ব্যক্তিগত উদ্যোগে চাল, ডাল, আলু, পেয়াজ, লবণ, তেল দিয়েছি। করোনায় বেকার হয়ে পড়া দরিদ্র মানুষকে খাদ্যসহায়তা দিতে সমাজের বিত্তবান ও বিভিন্ন সংগঠনের প্রতি আহ্বানও জানিয়েছেন ডা. মহিবুল হাসান।

এ সময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিলুর রহমান, মেডিকেল কলেজ অধ্যক্ষ ডা. নওশাদ আলী, উপাধ্যক্ষ ডা. বুলবুল হাসান, স্বাচিপ রামেক সভাপতি ডা. খলিলুর রহমান  ও সেক্রেটারী ডাঃ মাহাবুবুর রহমান বাদশা উপস্থিত ছিলেন।


শর্টলিংকঃ