রামেক হাসপাতালে সংবাদ সংগ্রহে গিয়ে ডেঙ্গুতে আক্রান্ত সাংবাদিক


নিজস্ব প্রতিবেদক:

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন সাংবাদিক ফেরদৌস সিদ্দিকী। বুধবার সকালে তিনি রামেকে ভর্তি হন। ফেরদৌস সিদ্দিকী অনলাই নিউজ পোর্টাল ‘জাগো নিউজ’ এর রাজশাহীতে নিজস্ব প্রতিবেদক।


সাংবাদিক ফেরদৌস সিদ্দিকী জানান,গত ২৬ জুলাই ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংবাদ সংগ্রহের জন্য রামেক হাসপাতালে যান। এর পর থেকেই শরীরে জ্বর জ্বর ভাব ছিলো। সহকর্মীদের কথায় গত রোববার রামেকের বর্হি-বিভাগের ডাক্তার দেখায়। ডাক্তার রক্তের পরীক্ষাও দেন, তাতে ডেঙ্গু ধরা পরেনি। তবে ডেঙ্গুর লক্ষণ আছে বলে জানান চিকিৎসক। সেই সময় কিছু ওধুষ খেতে ও বিশ্রামে থাকার পরামর্শ দেন চিকিৎসক।


তিনি আরো জানান: গত দু’দিন থেকেই প্রচন্ড জ্বর হচ্ছে। এবং শরীর ব্যথা, দৃর্বল ও শ্বাস কষ্ট হচ্ছিল। তাই আজ সকালে চিকিৎসার ভর্তি হই মেডিকেলে। ভর্তির পর ওয়ার্ডে দায়িত্বরত চিকিৎসক ডেঙ্গু শনাক্তে রক্তের আরবিএস, সিবিএস ও এনএসওয়ান পরীক্ষা দেন। রিপোর্ট হাতে পেলেই জানতে পারি আমি ডেঙ্গুতে আক্তান্ত।
উল্লেখ্য,গত কয়েক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬২ জন রোগী রামেকে ভর্তি হন। যার মধ্যে ২০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।


শর্টলিংকঃ