Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

রামেক হাসপাতালের হিমঘরে এন্ড্রু কিশোরের মরদেহ


ইউএনভি ডেস্ক:

জনপ্রিয় কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। সোমবার রাত নয়টা ৪২ মিনিটে এন্ড্রু কিশোরের বোন ডা. শিখা বিশ্বাসের বাড়ি থেকে অ্যাম্বুলেন্সে করে তার মরদেহ রামেক হাসপাতালে নেয়া হয়।


এসময় এন্ড্রু কিশোরের বোন জামাই ক্যান্সার বিশেষজ্ঞ ডা. প্যাট্রিক বিপুল বিশ্বাস গণমাধ্যমকর্মীদের বলেন, শিল্পীর ছেলে-মেয়ে অস্ট্রেলিয়ায় লেখাপড়া করেন। তারা সেখানেই অবস্থান করছেন। দেশে ফেরার জন্য তারা বিমানের টিকিট সংগ্রহের চেষ্টা করছেন। আশা করছি কয়েকদিনের মধ্যে তারা দেশে ফিরবেন। এ কারণে মরদেহ রামেক হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, ছেলে-মেয়ে অস্ট্রেলিয়া থেকে আসার পর খ্রিস্টিয়ান মিশন হাসপাতাল সংলগ্ন কবর স্থানে এন্ড্রু কিশোরকে সমাহিত করা হবে। আমরা শিল্পীর ছেলে-মেয়ে দেশে ফেরার অপেক্ষায় রয়েছি।


Exit mobile version