Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

রামেক হাসপাতালে করোনায় ইউপি সচিবসহ দু’জনের মৃত্যু


নিজস্ব প্রতিবেদক : 

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুইজন করোনা রোগী মারা গেছেন। মৃত দুইজনের মধ্যে একজনের বাড়ি রাজশাহী। তার নাম ড. মো. শহীদুল্লাহ প্রামানিক (৫৫)। বাড়ি নগরীর পদ্মা আবাসিক এলাকার সাত নম্বর রোডে। কয়েকদিন আগে তার করোনা পজিটিভ রিপোর্ট হয়েছিল। হাসপাতালের  আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২০ জুন) সকাল ৯টার দিকে তিনি মারা যান।

রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করে জানান, ড. শহীদুল্লাহ প্রামানিকের গ্রামের বাড়ি রাজশাহীর মোহনপুর উপজেলার সইপাড়া গ্রামে। বাবার নাম মৃত হাবিবুল্লাহ প্রামানিক। মৃত অন্যজনের নাম হাফিজুর রহমান (৪৭)। তার বাড়ি পাবনা সদর উপজেলার দোগাছি গ্রামে। বাবার নাম মৃত জনাব আলী। হাফিজুর স্থানীয় ইউনিয়ন পরিষদের সচিব ছিলেন।

তিনি রামেক হাসপাতালের ২৯ নম্বর ওয়ার্ডে ভর্তি ছিলেন। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।

হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস আরো জানান, এই দুইজনের মৃত্যুর বিষয়টি কোয়ান্টাম ফাউন্ডেশনকে জানানো হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে তারা লাশ নিয়ে গিয়ে দাফনের ব্যবস্থা করবে।রাজশাহী জেলায় এ নিয়ে করোনায় চারজন মারা গেল। আর পাবনায় মৃতের সংখ্যা ৬।


Exit mobile version