Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

রামেক হাসপাতালে চিকিৎসাধীন করোনা রোগীর মৃত্যু


নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৬৫ বছরের এক বৃদ্ধ মারা গেছেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আইসিইউ ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

করোনায় মৃত ওই বৃদ্ধের নাম মাইনুল ইসলাম (৬৫)। তিনি মহানগরীর রানীবাজার বাটার মোড় এলাকার জাইদুর রহমানের ছেলে।এনিয়ে রজশাহী মহানগরীতে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো সাতজনে। আর রাজশাহী জেলায় মৃতের সংখ্যা ১৪ জন।

মৃতের ভাই আতিকুল ইসলাম জানান, করোনা উপসর্গ নিয়ে তাকে শনিবার হাসপাতালের ২৯ নম্বর করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। এর পর নমুনা পরীক্ষায় তার শরীরে করোনা ধরা পড়ে। রোববার শ্বাসকষ্টসহ শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে তাকে দ্রুত আইসিইউতে সিফট করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়ায় মৃতের মরদেহ স্বাস্থ্যবিধি মেনে দাফন করা হবে। এজন্য কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী সদস্যরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন বলেও জানান হাসপাতালের উপপরিচালক।


Exit mobile version