রামেক হাসপাতালে মরদেহ ফেলে পালালো ভাই


নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে এক করোনা রোগীর মৃত্যুর পর মরদেহ ফেলে পালিয়েছে ভাই-ভাবী। আজাদ আলী (৩০) নামে ওই রোগী শনিবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে মারা যায়।মৃত আজাদের বাড়ি নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার জামগ্রাম এলাকায়।  হাসপাতাল কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তরের জন্য স্বজনদের ফোন করেও কাউকে পায় নি। 

এসময় রাতেই মরদেহ স্বাস্থ্যবিধি মেনে দাফনের জন্য কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীদের খবর দেয়া হয়। কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা রাতেই হাসপাতালে থাকা মৃতের ভাই-ভাবীর দেখা পায়। তবে তারা জানায়, মৃত আজাদের লাশ তাদের গ্রামে নিয়ে গেলে দাফনে বাধা দেয়া হবে। তাই  রাজশাহীতেই মরদেহ দাফনের অনুরোধ করে। এরপরই কোয়ান্টাম ফাউন্টেশনের স্বেচ্ছাসেবীরা রোববার সকালে রাজশাহীতে মরদেহ দাফনের সিদ্ধান্ত নেয়।

কিন্তু হাসপাতালের  প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ভোরে আইসিইউর সামনে গিয়ে স্বেচ্ছাসেবী সদস্যরা মৃতের ভাই-ভাবী বা স্বজনদের কাউকেই পায় নি। তাদের দেয়া দুইটি নম্বরে ফোন করা হলে তাও বন্ধ পাওয়া যায়। হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর স্বজনদের সাথে চেষ্টা করেও যোগাযোগ করতে পারে নি।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান,  মৃতের স্বজনদের সাথে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। এছাড়া ঘটনাটি স্থানীয় ‍পুলিশ প্রশাসনকে জানান হয়েছে।


শর্টলিংকঃ