Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

রাসিকের বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে নগর ভবনে প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তার দপ্তর কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সরিফুল ইসলাম বাবু।

রাজশাহী সিটি কর্পোরেশন

সভায় রাজশাহী মহানগরীর দক্ষিণ হতে উত্তরমুখী সমস্ত কালভার্ট পরিস্কার, প্রধান প্রধান নর্দমার মাটি অপসারণ, উড়ন্ত মশা নিয়ন্ত্রণে ফগার মেশিন পরিচালনা, সেকেন্ডারী ট্রান্সফার স্টেশনের কার্যক্রম পর্যালোচনাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সদস্য ও ১৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ তৌহিদুল হক সুমন, কমিটির সদস্য সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, পরিচ্ছন্ন কর্মকর্তা (মনিটরিং) সাজ্জাদ হোসেন, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা অনন্য ইসলাম নির্ঝর প্রমুখ উপস্থিত ছিলেন।


Exit mobile version