রাসিক মেয়রের সাথে রুয়েটের শিক্ষক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের সাক্ষাৎ


নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষক সমিতি নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনকারী বঙ্গবন্ধুর আদর্শ ও মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে বঙ্গবন্ধু পরিষদ মনোনীত শিক্ষক প্যানেল থেকে নবনির্বাচিত নেতৃবৃন্দ। সোমবার দুপুরে নগর ভবনের মিনি কনফারেন্স সাক্ষাৎকালে মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান তারা। এ সময় মেয়র নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

রাসিক মেয়রের সাথে রুয়েটের শিক্ষক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের সাক্ষাৎ
রাসিক মেয়রের সাথে রুয়েটের শিক্ষক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের সাক্ষাৎ

সাক্ষাৎকালে রুয়েট শিক্ষক সমিতির নব-নির্বাচিত সভাপতি প্রফেসর ড. মোঃ ফারুক হোসেন, সহ-সভাপতি প্রফেসর ড. মোঃ রবিউল আওয়াল, সাধারণ সম্পাদক
প্রফেসর ড. মিয়া মোঃ জগলুল সাদত, যুগ্ম-সাধারণ সম্পাদক ড. মোঃ আলী হোসেন, কোষাধ্যক্ষ ড. মোঃ রবিউল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতি সম্পাদক মোঃ ইলিয়াস রহমান, সদস্য প্রফেসর ড. মোহাম্মদ কামরুল হাসান, ড. বরুন কুমার দাস, প্রনব দাস, মোঃ রাকিব হোসেনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

গত ৯ ফেব্রুয়ারি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি নির্বাচনে (২০২০-২০২১) ১১টি পদের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১০টি পদে নিরঙ্কুশ বিজয় অর্জন করে বঙ্গবন্ধুর আদর্শ ও মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে বঙ্গবন্ধু পরিষদ মনোনীত শিক্ষক প্যানেল।


শর্টলিংকঃ