রূপপুরে মাথায় ইট পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু


ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:

ঈশ্বরদীর রূপপুরে পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের গ্রীণ সিটিতে নির্মানাধীন ভবনের ওপর থেকে ইট পড়ে আহত শ্রমিক মারা গেছেন। বৃহস্পতিবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

রূপপুর পারমানবিক কেন্দ্র। ফাইল ছবি।

নিহত শ্রমিক সিরাজ উদ্দিন কুড়িগ্রাম সদর উপজেলার কদমতলা গ্রামের পিয়ার উদ্দিনের ছেলে। সিরাজ পদ্মা এ্যাসোসিয়েট লিমিটেডের নির্মাণ শ্রমিক ছিলেন।

জানা যায়, বুধবার দুপুরে পারমানবিক কেন্দ্রের গ্রীণ সিটিতে নির্মানাধীন ২০ তলা ভবনের নিচ দিয়ে হেঁটে যাওয়ার সময় উপর থেকে একটি ইট তার মাথার ওপর পড়ে।। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

অবস্থা গুরুতর হওয়ায় পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে তিনি মারা যান।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী জানান, বুধবার মাথায় ইট পড়ে সিরাজ নামের এক শ্রমিক আহত হয়। আজ (বৃহস্পতিবার) তিনি রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।


শর্টলিংকঃ