রূপপুর প্রকল্পের নির্মাণাধীন স্থাপনা ধসে ১০ শ্রমিক আহত


নিজস্ব প্রতিবেদক,পাবনা:

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নির্মাণাধীন একটি স্থাপনার কিছু অংশ ধসে ১০ শ্রমিক আহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে প্রকল্পের ভেতরে দুই নম্বর ইউনিটের কাছে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- ঈশ্বরদী পৌরসভার হাসপাতাল রোড এলাকার আবদুর লতিফের ছেলে আসিফ (২৬), আমবাগান এলাকার নুরুল ইসলামের ছেলে আমির হোসেন (৩৫), শহরের ফতেমোহাম্মদপুর এলাকার মৃত আবদুর সাত্তার শেখের ছেলে রইসউদ্দিন (৩২), পাবনার চাটমোহর পশ্চিম রামনগর এলাকার হযরত আলীর ছেলে ফিরোজ হোসেন (২২), সিরাজগঞ্জ শাহজাদপুর দরগাপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে রাকিব উদ্দীন (৪৪), ঈশ্বরদীর সলিমপুর ইউনিয়নের জয়নগর গ্রামের আবদুর রহমানের ছেলে আবু বক্কর (২৮), পাকশী ইউনিয়নের রূপপুর এলাকার চাঁদ আলীর ছেলে হাবিবুর রহমান (৪৬), সলিমপুর ইউনিয়নের মানিকনগর গ্রামের হযরত আলীর ছেলে মেহেদী হাসান (৩০), পাকশী ইউনিয়নের যুক্তিতলা পূর্বপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে আলাউদ্দিন (৩৩) ও পাবনার আতাইকুলা থানার খালেকের ছেলে ইসাহাক আলী (৩৫)। আহতদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

আহতদের মধ্যে ফিরোজের অবস্থা গুরুতর। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঈশ্বরদী থানার ওসি বাহাউদ্দিন ফারুকী বলেন, রাতে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। এ সময় নির্মাণাধীন স্থাপনার ত্রিপল ও বাঁশের কিছু অংশ ধসে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।


শর্টলিংকঃ