Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

রূপালী ব্যাংকের রুয়েট শাখায় ডাকাতির ঘটনায় মামলা


নিজস্ব প্রতিবেদক :

প্রহরীকে কুপিয়ে রূপালী ব্যাংকের রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখায় ডাকাতির চেষ্টার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে রূপালী ব্যাংকের ওই শাখার ব্যবস্থাপক সোয়াইবুর রহমান খান বাদী হয়ে মামলাটি করেন। এই মামলায় আসামি হিসেবে কারো নাম উল্লেখ করা হয় নি।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন খান বিষয়টি ইউনিভার্সাল২৪নিউজ-কে নিশ্চিত করেছেন। তিনি জানান, অজ্ঞাত পরিচয়ের ব্যাক্তিদের আসামি করে ডাকাতি সংঘটিত করার চেষ্টায় মামলাটি করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি যায়নি। তবে বিশ্ববিদ্যালয়ের মতো সুরক্ষিত এলাকায় এ ধরনের ডাকাতির ঘটনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

আরও পড়ুন  প্রহরীকে কুপিয়ে রূপালী ব্যাংকের রুয়েট শাখায় ডাকাতির চেষ্টা

হাসপাতাল সূত্রে জানা গেছে আহত নিরাপত্তা প্রহরীকে এ পর্যন্ত ৫ ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। তবে তার অবস্থা এখনো গুরুতর।

এর আগে বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা মুখোশ পরে ব্যাংকের ভেতরে প্রবেশের পরই সিসি ক্যামেরাগুলো ভেঙে ফেলে। এরপর লিটন নামে এক প্রহরীকে কুপিয়ে এবং গলা কেটে হত্যার চেষ্টা করে। পরে তারা ভোল্টের পাশের দেয়াল কাটার চেষ্টা করেছে। তবে সফল হয় নি। আহত অবস্থায় প্রহরী লিটন ফোন করে ডাকাতির চেষ্টার ঘটনা জানান ব্যাংকের এক কর্মকর্তাকে।

 


Exit mobile version