রোনালদোর সতীর্থ হতে মুখিয়ে আছেন রাকিটিচ


ইউএনভি ডেস্ক:

বার্সেলোনায় ইভান রাকিটিচের সময় ফুরিয়ে আসছে। বার্সেলোনা নতুন করে মাঝমাঠ সাজাচ্ছে। বার্সার দলে আছেন আর্থার মেলো। আনা হয়েছে ডি জংকে। ক্রোয়েশিয়া মিডফিল্ডারের তাই বার্সায় শেষের ঘণ্টা প্রায় বেজে গেছে। আর গেল মৌসুমের মতো এবারও তাকে দলে নিতে মুখিয়ে আছে ইতালির সেরা ক্লাবগুলো।

রোনালদোর সতীর্থ হতে মুখিয়ে আছেন রাকিটিচ

গেল মৌসুমেও রাকিটিকের বার্সা অধ্যায়ের শেষ দেখে ফেলেছিল অনেকে। ইতালির ক্লাব রোমা তাকে দলে নিতে মুখিয়ে ছিল। আর আগামী গ্রীষ্মকালীন দলবদলের শুরুতে বিশ্বকাপের ফাইনালে খেলা রাকিটিচকে দলে নিতে চায় ইন্টার মিলান ও জুভেন্টাস।

তবে রাকিটিচের ইচ্ছা সাবেক প্রতিপক্ষ ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে খেলার। কারণ সিআরসেভেন বিশ্ব সেরা ফুটবলার। সংবাদ মাধ্যমকে রাকিটিচ বলেন, ‘অবশ্যই আমি তার সঙ্গে খেলতে চান। তার খেলা দেখতে অবশ্যই যে কেউ পছন্দ করবেন। আর জুভেন্টাসে গিয়ে দারুণ ফুটবল খেলছেন তিনি।’

জুভ তারকার সঙ্গে খেলেতে রাকিটিচ মুখিয়ে থাকলেও তার মতে সেরা ফুটবলার হিসেবে রোনালদোর চেয়ে এগিয়ে তার বর্তমান সতীর্থ মেসি। লিওকে নিয়ে ২০১৪ সালে বার্সায় আসা মিডফিল্ডার রাকিটিচ বলেন, ‘তার সঙ্গে খেলা অসাধারণ এক ব্যাপার। কারণ তিনি বিশেষ কেউ। প্রতি যুগেই এমন সেরা ফুটবলারের জন্ম হয়। কিন্তু আমার মতে, মেসি শেষ ১৫ বছরের সেরা ফুটবলার।’


শর্টলিংকঃ