Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

লকডাউনের এই সময় বাবা হওয়ার চেষ্টা রকের


ইউএনভি ডেস্ক:
লকডাউনের জন্য অফুরন্ত সময় এখন সবার কাছে। ঘরে বসে পরিবার-পরিজনদের নিয়ে কাটছে অলস দিন। তারকারাও সময়টা মাতিয়ে রাখছেন নানাভাবে।

তবে রক’খ্যাত অভিনেতা ডোয়াইন জনসন জানালেন মজার এক খবর। তিনি লকডাউনে পাওয়া অবসরকে সন্তান উৎপাদনে ব্যয় করার চেষ্টা করছেন।

প্রথম স্ত্রীর গর্ভে তার ১ সন্তান রয়েছে৷ দ্বিতীয় স্ত্রীর ঘরে রয়েছে দুই সন্তান৷ এরপরও কোয়ারেন্টাইনে থাকা এই অভিনেতা আবারও নতুন বাচ্চার জন্য চেষ্টা করছেন। ইনস্টাগ্রামে লাইভে নিজেই সেকথা জানালেন সবাইকে।

আপাতত তিনি ও তার স্ত্রী লরেন গৃহবন্দি হয়ে আছেন। সন্তানের চেষ্টা করছেন তারা সেটা খানিকটা রসিকতা করেই ভক্তদের কাছে বলেছেন৷ প্রসঙ্গত, ২০১৫ এবং ২০১৭ সালে লরেনের ঘরে দুটি সন্তান হয় ড্যানির৷ তারপর ২০১৯ সালে গোপনে বিয়ে করেন দুজনে


Exit mobile version