লাদাখে চীনকে ঠেকাতে ভারতের সর্বাত্মক প্রস্তুতি


ইউএনভি ডেস্ক:

চীনের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনাকে কেন্দ্র করে লাদাখ সীমান্তে সেনা উপস্থিতি জোরালো করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। চীনা সেনাদের ঠেকাতে তাদের সব রকম পদক্ষেপ নেয়ার ক্ষমতাও দেয়া হচ্ছে।

সোমবার ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সভাপতিত্বে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। গত মে মাস থেকেই লাদাখে ভারত ও চীনের মধ্যে সীমান্ত সংঘাত জারি রয়েছে। গত ১৫ জুন তা চরমে ওঠে। পেট্রোলিং পয়েন্ট-১৪-এর কাছে দুই দেশের সেনার মধ্যে সংঘর্ষে প্রাণ হারান ভারতের ২০ সেনা।

তারপর থেকে সীমান্তে শান্তি ফেরাতে সামরিক ও কূটনৈতিক স্তরে একাধিক বৈঠক হয়েছে। তবে চূড়ান্ত কোনো সমাধানে পৌঁছানো যায়নি। এর মধ্যেই ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, সীমান্তে চীনা সেনাদের আগ্রাসনের একটি প্রচেষ্টা থামিয়ে দিতে পেরেছে তারা।

পাল্টা দাবিতে বেইজিং জানিয়েছে, তারা সীমান্তে কোনো আগ্রাসনের প্রচেষ্টা চালায়নি। উল্টো ভারতীয় সেনার বিরুদ্ধে সীমান্ত পেরোনোর অভিযোগ তুলেছে প্রতিবেশী দেশ। এমন অবস্থায় সোমবার উচ্চপর্যায়ের বৈঠকের আয়োজন করে ভারত। এনডিটিভি


শর্টলিংকঃ