লিভারপুল নামছে আজ


লিভারপুল  এর অপেক্ষার পালা শেষ। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর ইংলিশ প্রিমিয়ার লিগে আজ মাঠে নামতে যাচ্ছে চ‌্যাম্পিয়ন দৌড়ে সবচেয়ে এগিয়ে থাকা দল লিভারপুল। আর মাত্র দুটি জয় হলেই ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা পাবে লিভারপুল।

প্রথম জয়ের খোঁজে আজ তাদের প্রতিপক্ষ নগরপ্রতিদ্বন্দ্বী এভারটন। ২৯ ম‌্যাচে ২৭ জয়ে ৮২ পয়েন্ট লিভারপুলের। এবার তাদের শিরোপা জয় একেবারেই নিশ্চিত। শিরোপা পেলে ৩০ বছরের দীর্ঘ অপেক্ষা ফুরাবে। এজন‌্য প্রয়োজন মাত্র দুটি জয়।

‘প্রিমিয়ার লিগ’ নামকরণের পর ট্রফি ছুঁয়ে দেখেনি লিভারপুল। মানে, ফিরমিনো, সালাহরা এবার ক্লাব সমর্থকদের সেই উৎসবে ভাসাচ্ছেন। করোনার কারণে প্রায় তিন মাস খেলা বন্ধ ছিল। ইপিএলের প্রায় সবগুলো দল মাঠে নামলেও লিভারপুলের অপেক্ষায় ছিল সবাই।

গুডিয়েনসন পার্কে এভারটন স্বাগত জানাবে তাদের। লিভারপুলের কোচ ইয়ার্গুন ক্লপ বিশ্বাস করেন, পুরনো ছন্দে পারফর্ম করতে পারবেন তার ছেলেরা। তার ভাষ্যে,‘আশা করছি ছেলেরা ছন্দে থাকবে। আমরা যদি শতভাগ দিয়ে খেলতে পারি তাহলে আমরা জিততে পারব। আমরা গত নয় সপ্তাহ খুব বেশি ট্রেনিং করতে পারিনি। এ মুহূর্তে আমাদেরকে সবকিছু নতুন করেই শুরু করতে হবে।’ ইতিহাস কিন্তু লিভারপুলের পক্ষেই।২০১০ সালের অক্টোবরের পর লিভারপুলকে হারাতে পারেনি এভারটন।

আজ অতিথি মাঠে জয় পেলে শিরোপার লড়াইয়ে আরও একধাপ এগিয়ে যাবে লিভারপুল। দ্বিতীয় স্থানে থাকা সিটির চেয়ে তারা ২২ পয়েন্ট এগিয়ে।


শর্টলিংকঃ