লেবাননে ইসরাইলের গোয়েন্দা ড্রোন ভূপাতিত করল হিজবুল্লাহ


ইউএনভি ডেস্ক:

লেবাননের প্রতিরোধ আন্দোলন সংগঠন হিজবুল্লাহ যোদ্ধারা ইসরাইলের একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে। লেবাননের দক্ষিণাঞ্চলে সোমবার সকালে ড্রোনটি ভূপাতিত করা হয় বলে জানিয়েছে হিজবুল্লাহ। খবর টাইমস অব জেরুজালেম।

ইসরাইলের সামরিক বাহিনীর দাবি, অভিযান পরিচালনার সময় তাদের একটি ড্রোন লেবাননের সীমানার মধ্যে দুর্ঘটনায় পড়েছে। তবে এটি থেকে কোনো তথ্য হিজবুল্লাহর হাতে চলে যাওয়ার কোনো ঝুঁকি নেই বলে দাবি করেছে ইসরাইল।

ফিলিস্তিনের যোদ্ধারা অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর থেকে ইসরাইলের একটি ড্রোন ভূপাতিত করার একদিন পর হিজবুল্লাহর হাতে দখলদার ইসরাইলের ড্রোন ভূপাতিত হওয়ার ঘটনা ঘটল। গাজা উপত্যকার বেথেলহেমের কাছে রোববার গাজার চিত্রগ্রহণের সময় ওই ড্রোন ভূপাতিত করেন সেখানকার যোদ্ধারা।


শর্টলিংকঃ