Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

শতবর্ষ পর দেখা মিললো ব্ল্যাক প্যান্থারের


ইউএনভি ডেস্ক :

এতো দিন কেবল গল্প-উপন্যাসেই দেখা মিলত ব্ল্যাক প্যান্থারের। বাস্তবে গত ১০০ বছরে ‘মোগলি’র বন্ধু ‘বঘিরা’ বা তার আত্মীয়-পরিজনের খোঁজ পায়নি কেউ। শেষ দেখা গিয়েছিল ১৯০৯ সালে ইথিওপিয়ায়।

সম্প্রতি সেই ব্ল্যাক প্যান্থারের দেখা মিলল কেনিয়ার জঙ্গলে। দাবি করেছেন, সান ডিয়েগো পশুশালার বিশেষজ্ঞ নিক পিলফোল্ড।

তিনি জানান, দীর্ঘ কয়েক মাসের চেষ্টায় ব্ল্যাক প্যান্থারটিকে ক্যামেরাবন্দি করেছে তাঁর দল। লাইকিপিয়া কাউন্টিতে একটি কালো প্যান্থার দেখতে পাওয়া যাচ্ছে বলে জানা যায়।

আরও পড়ুন: প্রিয়াংকাকে ধুয়ে দিলেন পাক অভিনেত্রী!

এজন্য গত বছর জঙ্গলের মধ্যে বিভিন্ন জায়গায় ক্যামেরা বসিয়ে রেখেছিলেন তাঁরা। তাতেই ধরা পড়েছে তার রাজকীয় উপস্থিতি।

তবে কেনিয়ার একটি দৈনিক দাবি করেছে, ২০১৩ সালে ওই এলাকাতেই ব্ল্যাক প্যান্থারের ছবি তুলেছিলেন তাদের এক চিত্রগ্রাহক। উপরের ছবিটি পিলফোল্ডের দলের সদস্য উইল বুরার্ড লুকাচের তোলা।


Exit mobile version