‘শহরাঞ্চলের ৯৮ভাগ মানুষই নিরাপদ পানির আওতায়’


নিজস্ব প্রতিবেদক :

সবার জন্য নিরাপদপানি নিশ্চিতকরণে সরকার বিশেষ সাফল্য অর্জন করেছে বলে জানিয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের তথ্য বলছে, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অতিক্রম করে ২০১৫ সালের মধ্যেই দেশের ৮৭ শতাংশ মানুষকে নিরাপদ পানির আওতায় আনা হয়েছে। আর বর্তমানে শহরাঞ্চলের ৯৮ ভাগ মানুষই নিরাপদ পানির সুবিধা পাচ্ছেন।

শনিবার দুপুরে রাজশাহীতে ‘পানি আইন-২০১৩ এবং পানি বিধিমালা-২০১৮ এর বিধানাবলী অবহিতকরণ বিষয়ে বিভাগীয় পর্যায়ের এক কর্মশালায় এ তথ্য জানানো হয়। জেলা প্রশাসকের কার্যালয়ে পানি সম্পদ পরিকল্পনা সংস্থা-ওয়ারপো এই কর্মশালার আয়োজন করে।

অনুষ্ঠানে বক্তারা জানান, টেকসই উন্নয়ন অভীষ্ট-এসডিজি পূরণে ২০৩০ সালের মধ্যেই সবার জন্য পানির অধিকার রক্ষায় কাজ করছে সরকার। তাই তৃণমূল পর্যায়ে সমন্বিত পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যন্ত কমিটি গঠন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রোকন উদ-দৌলা। এসময় আরো বক্তব্য রাখেন- সিনিয়র জেলা ও দায়রা জজ মীর শফিকুল আলম ও ওয়ারপোর মহাপরিচালক মাহমুদুল হাসান।

কর্মশালায় রাজশাহী বিভাগের আটটি জেলার পানি উন্নয়ন বোর্ড, পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের প্রতিনিধিরা অংশ নেন।


শর্টলিংকঃ