শিক্ষকদের ক্লাসমুখী হতে এমপি এনামুলের নির্দেশ


বাগমারা প্রতিনিধি:
শিক্ষকদের  ক্লাসমুখী হতে নির্দেশ দিয়েছেন রাজশাহীর বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক । তিনি বলেন,  শিক্ষকদের দায়িত্বে অবহেলার কারণে দিন দিন বৃদ্ধি পাচ্ছে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা। শিক্ষকরা যদি সঠিকভাবে পাঠদান করেন, তাহলে প্রাথমিক বিদ্যালয়ে পড়তে আসবে শিক্ষার্থীরা। বর্তমানে অনেক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তাদের সন্তানদের সরকারী প্রাথমিক বিদ্যালয়ে না পড়িয়ে বেসরকারী ওই সকল প্রতিষ্ঠানে পড়াচ্ছেন। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঠিকভাবে পাঠদান করা হলে বন্ধ হয়ে যাবে ওই সকল বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান।

আলোচনা সভায় বক্তব্য রাখছেন ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি

শুক্রবার সকালে উপজেলার সালেহা-ইমারত কোল্ড স্টোরেজে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান কালে এসব কথা বলেন তিনি।

বলেছেন, শিক্ষার্থীদের প্রাথমিক স্তর খুবই গুরুত্বপূর্ণ ধাপ। জীবনের প্রতিটি পদক্ষেপ যাতে সঠিক ভাবে সফলতার সাথে অতিবাহিত করা হয় তা নিশ্চিত করতে হবে। শুধু জিপিএ-৫ পেলেই ভালো শিক্ষার্থী হয় না। শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। শিক্ষার্থীদের ভালো মন্দ মূল্যায়ন করার শিক্ষা দিতে হবে। শুধু বিদ্যালয়ে আসা যাওয়া করলেই সঠিক শিক্ষা গ্রহণ করতে পারবেনা। শিক্ষার্থীদের উপযুক্ত  শিক্ষা প্রদান করতে শিক্ষকদের ভূমিকা অপরিসীম।

অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার এনামুল হক আরো বলেন, শিক্ষকদের জন্য সরকার সকল প্রকার সুযোগ-সুবিধার প্রদান করেছেন। সরকারের সুযোগ-সুবিধা গ্রহণ করে নিজ দায়িত্বে কোন ভাবেই অবহেলা করা যাবে না। প্রাথমিক বিদ্যালয় একটি ছাত্রের জীবনের ভিত্তির সময়। জীবন ভালো ভাবে গড়তে হলে প্রাথমিক শিক্ষা সঠিক ভাবে গ্রহণ করতে কবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাকিউল ইসলাম। পানিয়া নরদার ডিগ্রী কলেজের অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার সিদ্দীকুর রহমান, নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাগমারা থানার অফিসার ইনচার্জ নাছিম আহম্মেদ, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, রিয়াজ উদ্দীন আহম্মেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, যুগ্ম সাধারণ সম্পদক সিরাজ উদ্দীন সুরুজ, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, ভবানীগঞ্জ সরকারী বিশ্বদ্যিাল কলেজের অধ্যক্ষ হাতেম আলী, নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মমতাজ আক্তার বেবী, রাজশাহী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আমির আলী দেওয়ান, চেয়ারম্যান আসলাম আলী আসকান, উপজেলা আ’লীগের কার্যকরী কমিটির সদস্য হাচেন আলী, আকবর আলী, উপজেলা মহিলা লীগের সভাপতি মরিয়ম বেগম, সাধারণ সম্পাদক কহিনুর বেগম প্রমুখ। এসময় উপজেলার ২২০ টি শিক্ষা প্রাথমিক বিদ্যালয় সহ মাধ্যমিক বিদ্যালয়ের শত শত শিক্ষক উপস্থিত ছিলেন। এছাড়াও আ’লীগ ও অংগ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


শর্টলিংকঃ