Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

শিক্ষার্থীদের নিয়ে কটুক্তি করায় ইবি কর্মকর্তার শাস্তি দাবি


ইবি প্রতিনিধি:

শিক্ষার্থীদের নিয়ে কটুক্তি করায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক কর্মকর্তার শাস্তি দাবি করেছে শিক্ষার্থীরা। রোববার বেলা ২টায় এ দাবি জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারীর নিকট এ স্মারকলিপি প্রদান করেন তাঁরা। ওই কর্মকর্তার নাম আরিফুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের শাখা কর্মকর্তা পদে কর্মরত রয়েছেন।

১৬ দফা দাবিতে আন্দোলন চলাকালে শনিবার শিক্ষার্থীদের সম্পর্কে ওই কর্মকর্তা বলেন ‘যে শিক্ষার্থীরা সার্টিফিকেট তোলার সময় আবেদনপত্র লিখতে পারে না, তারা কর্মকর্তাদের নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয় কিভাবে?’ স্মারকলিপিতে তদন্ত সাপেক্ষে শিক্ষার্থীদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা ওই কর্মকর্তার শাস্তির দাবি করেন শিক্ষার্থীরা।

এর আগে বেলা ১১টায় একই দাবিতে স্মারকলিপি দিয়েছে শাখা ছাত্রমৈত্রী। সংগঠনটির সভাপতি আব্দুর রউফের নেতৃত্বে নেতাকর্মীরা উপাচার্য বরাবর এ স্মারকলিপি দেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের একাংশের সংগঠন অফিসার্স এ্যাসোসিয়েশন ওই কর্মকর্তাসহ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে।

এদিকে রোববার পঞ্চম দিনের মত কর্মবিরতি ও অবস্থান কর্মসূচী পালন করেছে কর্মকর্তা সমিতি। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আলোচনার জন্য আগামী শুক্রবার পর্যন্ত কর্মসূচী স্থগিত করেন কর্মকর্তারা। এর মধ্যে দাবি আদায় না হলে শনিবার থেকে আরোও কঠোর আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন তারা


Exit mobile version