Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

শিগগিরই আসছে না হুয়াওয়ের ভাঁজ করা ফোন


ইউএনভি ডেস্ক:

হুয়াওয়ের ভাঁজ করা স্মার্টফোন মেট এক্স প্রত্যাশীদের আরও প্রায় তিন মাসের বেশি সময় অপেক্ষা করতে হবে। চলতি বছরের জুনে ফোনটি বৈশ্বিক বাজারে নিয়ে আসার কথা থাকলেও তা তিন মাস পেছানো হয়েছে।১৫ জুন, শনিবার বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংকটের পর এমন ঘোষণা এল। যদিও ভিনসেন্ট প্যাং নামে হুয়াওয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে হুয়াওয়ের চলমান অস্থিরতার কারণে নয়, নতুন এ স্মার্টফোনটি পরীক্ষা-নিরীক্ষার কারণে বাজারে আসতে সময় লাগতে পারে। এ পরীক্ষা-নিরীক্ষা করতে আগস্ট পর্যন্ত সময় লাগতে পারে।

হুয়াওয়ে তাদের নিজস্ব অপারেটিং সিস্টেম হংমেং ছয় থেকে ৯ মাসের মধ্যে বাজারে নিয়ে আসবে বলেও জানান এ কর্মকর্তা।উল্লেখ্য, হুয়াওয়ের মেট এক্স স্মার্টফোনটি ভাঁজ করা যায়। ভাঁজ করা হলে স্মার্টফোনটির ডিসপ্লের আকার হয় ৬.৬ ইঞ্চি।


Exit mobile version