Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

শিবগঞ্জে ইয়াবা ফেলে ভারতে পালালো চোরাকারবারী


নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ৪২ লাখ টাকা মূল্যের ১৪ হাজার ইয়াবা ট্যাবলেট ফেলে ভারতে পালালো চোরাকারবারি। বৃহস্পতিবার (২৩ মে) দুপুর দেড়টার দিকে ১২নং পাকা ইউনিয়নের কালুপুর মাঠে এ ঘটনা ঘটে। 

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৩ ব্যাটালিয়নের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওয়াহেদপুর বিওপি’র একটি টহলদল সীমান্ত পিলার ১৩/১ এস হতে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার ১২ নং পাকা ইউনিয়নের কালুপুর মাঠে এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।

বিজিবি’র হাবিলদার মো. আব্দুল মান্নানের নেতৃত্বে পরিচারিত অভিযানের অংশ হিসেবে টহলদল ফাঁদ পেতে থাকলে অজ্ঞাত একজন ব্যক্তি তার হাতে থাকা একটি ব্যাগ বহন করে কালুপুর মাঠের মধ্য দিয়ে বাংলাদেশের দিকে আসতে থাকে।

একপর্যায়ে ওই ব্যক্তি বিজিবি’র উপস্থিতি টের পেয়ে তার হাতে থাকা ব্যাগ ফেলে ভারতের দিকে পালিয়ে যায়। ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশি করে ৪২ লাখ টাকা মূল্যের ১৪ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।


Exit mobile version