Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

শিবগঞ্জ সীমান্তে বিজিবি-চোরাচালানীদের গোলাগুলি, অস্ত্র উদ্ধার


নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালানকারীদের সঙ্গে বিজিবির গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। পরে ঘটনাস্থল থেকে পাঁচটি আগ্নেয়াস্ত ও ফেনসিডিলি উদ্ধার করা হয়।

শিবগঞ্জ সীমান্ত থেকে উদ্ধারকৃত অস্ত্র ও ফেনসিডিল

সোমবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ১টার দিকে সীমান্তের ছিয়াত্তরবিঘা এলাকায় এ ঘটনা ঘটে। মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে বিজিবি-৫৯ ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএম সালাহউদ্দিন সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে এস এম সালাহ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল সোমবার মধ্যরাতে ছিয়াত্তরবিঘা এলাকায় অবস্থান নেয়। রাত পৌনে ১টার দিকে সন্দেহজনক একটি প্রাইভেটকারকে থামানোর চেষ্টা করা হলে, সেখান থেকে চোরাচালানীরা বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করে।

এসময় বিজিবি সদস্যরাও পাল্টা গুলি ছোঁড়ে। একপর্যায়ে প্রাইভেটকারটিতে আগুন লেগে গেলে চোরাচালানীরা পালিয়ে যান। পরে সেখানে অভিযান চালিয়ে তিনটি বিদেশি পিস্তল, দু’টি শ্যুটার গান ও ৮ শো ১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।


Exit mobile version