শিশুবান্ধব ডেস্কের মাধ্যমে আমির ফিরে পেল পরিবার


নিজস্ব প্রতিবেদক  :

রাজশাহী নগরীর শিরোইল বাসটার্মিনাল থেকে তাকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয় বোয়ালিয়া থানা পুলিশ। চারদিন পর  শুক্রবার দুপুরে আমিরকে তুলে দেওয়া হয় তার বাবা মঈন উদ্দিনের হাতে।

 

অবশেষে চারদিন পর শিশু আমির হোসেন (৮) ফিরে পেল তার পরিবারকে। কৌতুহল বশে আমির উঠে পড়ে বাসে। এরপর লক্ষ্মীপুর থেকে সোজা রাজশাহীতে। এরপর কোথায় যাবে বুঝতে পারে না সে। কান্নাকাটি শুরু করে।

বোয়ালিয়া মডেল থানার এএসআই চাঁদ সুলতানা জানান, গত ৯ ডিসেম্বর লক্ষ্মীপুর থেকে বাসে করে রাজশাহী চলে আসে আমির। শুধু জেলার নাম বলতে পারছিল সে। বোয়ালিয়া মডেল থানা পুলিশ উদ্ধার করে তাকে শিশুবান্ধব ডেস্কের তদারকিতে রেখে পরিবারের সন্ধানে নামে। বৃহস্পতিবার শিশুটির পরিবারের সন্ধান পাওয়া যায়।

তিনি আরও জানান, শিশু আমির হোসেনের বাড়ি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার রামপুর গ্রামে। তার বাবা দিনমজুর মঈন উদ্দিন। চন্দ্রগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় পরিচয় নিশ্চিত হওয়ার পর শুক্রবার দুপুরে শিশুটিকে তার বাবার হাতে তুলে দেওয়া হয়।


শর্টলিংকঃ