শিশু জন্ম নিলেই বাড়িতে গিয়ে গাছ লাগিয়ে দিচ্ছেন ইউএনও


মানিক হোসেন, ভাঙ্গুড়া :

নবজাতক শিশু জন্ম গ্রহণের দিনই তাকে ফুলেল শুভেচ্ছা ও তার নামে একটি চারা গাছ রোপণের ব্যতিক্রম উদ্যোগ নিয়েছেন পাবনার ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দ আশরাফুজ্জামান।

নবজাতকের বাড়ি গিয়ে গাছের চারা তুলে দিচ্ছেন ইউএনও আশরাফুজ্জামান

রবিবার উপজেলার হাসপাতাল পাড়ায় একটি শিশু ভুমিষ্ট হওয়ার খবর পাওয়ার পর পরই ইউএনও ফুলের তোড়া ও  গাছের চারা নিয়ে সেখানে পৌঁছেন। ইউএনও সৈয়দ আশরাফুজ্জামান নবজাতক  ও প্রসুতি মা বিউটি খাতুনকে ফুলের তোড়া উপহার দেন। এসময়  তিনি ওই বাড়ির আঙ্গিনায় নিজ উদ্যোগে গাছের চারাটি রোপণ করেন। ফলে ওই বাড়িতে আনন্দের নতুন মাত্রা যোগ হয়।

এ বিষয়ে ইউএনও সৈয়দ আশরাফুজ্জামান বলেন, আজ থেকেই আমরা কাজটি শুরু করেছি। এতে শিশুর মা-বাবা দিনটি স্মরণীয় করে রাখবেন। সেই সাথে শিশুর যত্নের পাশাপাশি তারা ভালবাসায় গাছটিরও পরিচর্যা করবেন। এই গাছটি একদিন ভবিষ্যতের ডিপোজিট হয়ে উঠবে।

এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. হালিমা খানম ও উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন উপস্থিত ছিলেন।


শর্টলিংকঃ