Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

শেরপুরে ৭ ডাকাত গ্রেফতার


ইউএনভি ডেস্ক:

শেরপুরের লিল গ্রাম থেকে ৭ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। ওসি হুমায়ুন কবীর জানান, তাদের জেল হাজতে পাঠানো এবং ১০ দিনের রিমান্ড আবেদন করা হবে।

বৃহস্পতিবার দুপুরে প্রেসব্রিফিং এ শেরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ গাজিউর রহমান জানান, বুধবার দিবাগত রাত ২টায় ডাতাকির উদ্দেশ্যে লিল গ্রামে রাস্তার লোকজনকে আটকিয়ে ডাকাতি কার্যক্রম চালায়। এতে সংবাদ পেয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হুমায়ুন কবীর, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ বুলবুল ইসলাম, এসআই পুতুল মোহন্ত, এএসআই মোঃ মিলন হোসেনসহ কয়েকজন ফোর্স নিয়ে ঘটনাস্থল পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলটি দৌঁড়ে পালানোর চেষ্টা করে। ঘটনাস্থল থেকে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেফতার করে।

তারা হল- উল্লাপাড়া থানার (মির্জাপুর ভেংরী স্কুল পাড়া) ভেংরী গ্রামের বদিউজ্জামান বিদুর ছেলে মোঃ নজরুল ইসলাম বিশা (৪০), রায়গঞ্জ থানার কোদলা দিঘর গ্রামের মোঃ মহির উদ্দিন ছেলে সাহেদ আলী (৪২), দবরাজপুর মধ্যপাড়া গ্রামের মৃত আবুল হোসেন ছেলে মোঃ আশরাফ আলী (৪২), নাটোর জেলা বাগাতিপাড়া থানার মারিয়া গ্রামের মৃত খোকা ঋষি ছেলে শ্রী মনি ঋষি মুচি (৫০), ধুনট থানার তারাকান্দি গ্রামের শহিদুল ইসলাম ছেলে মোঃ রাসেল (২১), ভারত জেলার ও থানার গঙ্গরামপুর পূর্নতলা (উলিপুর মজনু জুট মিলের পেছনে) এলাকার মৃত গনেশ চন্দ্র সরকার ছেলে শ্রী জয় চন্দ্র সরকার (১৯), শেরপুর থানার পানিসাড়া গ্রামের চাঁন মিয়া ছেলে মোঃ রুবেল (২০)।


Exit mobile version