শেষ পর্যন্ত পরিত্যক্ত বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ


ইউএনভি ডেস্ক:

অবিরত বৃষ্টির কারণে ব্রিস্টলে বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যে আজকের ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। মাঠে পানি জমে আছে। বলা হচ্ছে, যদি বৃষ্টি থেমেও যেত, তবুও খেলার জন্য মাঠ প্রস্তুত করা অসম্ভব হয়ে পড়তো।

এর মধ্যে বৃষ্টি মাথায় নিয়ে আম্পায়াররা মাঠ পরিদর্শন করেন। তারা মাঠের কর্মীদের সঙ্গে পরিস্থিতি নিয়ে আলাপ করেন।

পরে বাংলাদেশ সময় মঙ্গলবার সন্ধ্যা ৭টায় ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন। চলতি ক্রিকেট বিশ্বকাপে বৈরী আবহাওয়ার শিকার দ্বিতীয় ম্যাচ এটি। এর আগে শুক্রবার শ্রীলংকার সঙ্গে পাকিস্তানের ম্যাচটি বৃষ্টিতে ভেসে গিয়েছিল।

ব্রিস্টলে সোমবার রাত থেকে টানা বৃষ্টির কারণে আগে থেকেই ম্যাচটি মাঠে গড়ানো নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। মঙ্গলবারও সকাল থেকেই চলে টানা বৃষ্টি।

বৃষ্টির কারণে কাউন্টি গ্রাউন্ডে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের টসও হতে পারেনি।

ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় সেমিফাইনালে যাওয়ার কঠিন সমীকরণে পড়তে হচ্ছে টাইগারদের। শ্রীলঙ্কার সাথে পয়েন্ট ভাগাভাগি হওয়ায় বাংলাদেশের সংগ্রহ ৩ পয়েন্ট। চার ম্যাচের মধ্যে মাত্র ১টিতে জয় পেয়েছে টাইগাররা। আর পরাজিত হয়েছে দুটিতে।

শ্রীলঙ্কা জিতেছে শুধু  আফগানিস্তানের বিপক্ষে। এক জয়ে ও দুই ম্যাচ পরিত্যক্ত হওয়ায় তাদের সংগ্রহ ৪ পয়েন্ট।


শর্টলিংকঃ