শেষ ম্যাচেও হার বাংলাদেশের


জুনিয়র এশিয়া কাপ হকির বাছাই পর্বে শেষ ম্যাচেও হেরেছে বাংলাদেশের মেয়েরা। রবিবার তারা ৪-২ গোলে হেরেছে চাইনিজ তাইপের কাছে।

জুরাইয়া ফেরদৌস জয়িতা একাই শোধ দেন দুই গোল

সিঙ্গাপুরের এই আসরে পাঁচ ম্যাচে একটি জয় ও চারটিতে হেরেছে বাংলাদেশ। শেষ ম্যাচে তাইপের বিপক্ষে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা গড়লেও এক পর্যায়ে তা আর ধরে রাখা যায়নি। ৫, ২১, ২৯ ও ৩১ মিনিটে গোল হজম করেছে বাংলাদেশ।

বাংলাদেশ ১১ ও ৩২ মিনিটে দুটি গোল শোধ দিয়েছে। দলের হয়ে জুরাইয়া ফেরদৌস জয়িতা একাই দুটি গোল শোধ দেন। তবে হার এড়ানো যায়নি।

এই আসরে বাংলাদেশ প্রথম ম্যাচে স্বাগতিক সিঙ্গাপুরের কাছে ৩-০ গোলে হেরেছিল। দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ২-০ গোলে হারিয়ে আন্তর্জাতিক অঙ্গনে মেয়েরা প্রথম জয়ের রেকর্ড গড়েছিল। তবে শেষ তিনটি ম্যাচে জয়ের ধারাবাহিকতা থাকেনি। হংকংয়ের কাছে ১-০, উজবেকিস্তানের কাছে ৬-০, আর তাইপের কাছে ৪-২ গোলে হারলো বাংলাদেশ।


শর্টলিংকঃ