শেষ ম্যাচে ড্র বাংলাদেশের


এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের শেষ ম্যাচে ড্রয়ের দেখা পেয়েছে বাংলাদেশের মেয়েরা। শক্তিশালী অস্ট্রেলিয়ার সঙ্গে তারা ড্র করেছে ২-২ গোলে।

 

শেষ ম্যাচে আশা জাগিয়েও হতাশা নিয়ে শেষ করলো মারিয়ার দল। উদ্বোধনী ম্যাচে থাইল্যান্ডের কাছে ১-০ গোলে হারের পর জাপানের কাছে বিধ্বস্ত হয়েছিল ৯-০ গোলে। তাই শেষ ম্যাচে চেয়েছিল প্রেরণাদায়ক কিছু করতে। তা করার সম্ভাবনাও তৈরি হয়েছিল থাইল্যান্ডের চনবুরি স্টেডিয়ামে। অন্যদিকে অস্ট্রেলিয়া চেয়েছিল গোল ব্যবধান বাড়িয়ে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হতে। কিন্তু তাতে সফল হয়নি অস্ট্রেলিয়া।

প্রথমার্ধের ২১ মিনিটে তহুরা খাতুনের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। বিরতির আগে আর গোল হয়নি। ৭৭ মিনিটে গোল শোধ দেয় অস্ট্রেলিয়া। মিহোচিকের গোলে আসে সমতা।

তবে তহুরা পরের মিনিটে আবার গোলের দেখা পেলে জয়ের সম্ভাবনা জোরালো হয় বাংলাদেশের। কিন্তু ৮০ মিনিটে জইসের গোলে অস্ট্রেলিয়া দ্বিতীয়বার সমতা ফেরালে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।

এই অস্ট্রেলিয়াই জাপানের সঙ্গে গোল শূন্য ড্র করে স্বাগতিক থাইল্যান্ডকে উড়িয়ে দিয়েছিল ৬-১ গোলে!


শর্টলিংকঃ