Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

শেষ হলো রাবির ভর্তি পরীক্ষা


রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। মঙ্গলবার দুপুর দেড়টায় ‘সি’ ইউনিটের পরীক্ষার মধ্যদিয়ে এবারের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়। এবার প্রতি আসনের বিপরীতে ১৬ জন ভর্তিচ্ছু লড়বে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক

কোন প্রকার জালিয়াতির অভিযোগ ছাড়াই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর তিনটি ইউনিটের অধীনে ৪ হাজার ৭১৩টি আসনের বিপরীতে ৭৮ হাজার ৯০ জন ভর্তিচ্ছু প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এদিন সকাল ৯টা থেকে ১০টা ৪৫ পর্যন্ত ‘সি’ ইউনিটের গ্রুপ-১ (বিজ্ঞান) এবং বেলা ১১টা ৪৫ থেকে দেড়টা পর্যন্ত গ্রুপ-২ (বিজ্ঞান) ও গ্রুপ-৩ (অ-বিজ্ঞান)) এর পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর আগে সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত এ ও বি ইউনিটের ভর্তি পরীক্ষা হয়।

এছাড়াও ভর্তি পরীক্ষার ফলাফলসহ সংশ্লিষ্ট যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট(http://admission.ru.ac.bd/undergraduate/) থেকে জানা যাবে।


Exit mobile version