Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হওয়া রামেক হাসপাতালে যুবকের মৃত্যু 


নিজস্ব প্রতিবেদক :

শ্বাসকষ্ট নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া বুলবুল নামে এক যুবক মারা গেছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সে মারা যায়। মৃত বুলবুলের বাড়ি নাটোরের লালপুর উপজেলায়। তবে সে করোনা সংক্রমিত কি না তা নিশ্চিত হওয়া যায় নি।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা চিকিৎসা কমিটির আহ্বায়ক অধ্যাপক ডা. আজিজুল হক আজাদ রাত সাড়ে ৯টার দিকে ইউনিভার্সাল২৪নিউজকে জানান, শ্বাস কষ্ট নিয়ে বুলবুল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভর্তি হয়।এরপর তাকে ৩৯নং ওয়ার্ডে নেয়া হয়। সেখানে অক্সিজেন দেয়ার সময়ই সে মারা যায়। তার অ্যাজমা ছিল বলে আমরা জানতে পেরেছি। তবে আমরা কোনো চিকিৎসা দেয়ার সুযোগ পাই নি। আগেই সে মারা যায়।

তিনি আরো জানান, বুলবুলের করোনার উপসর্গ ছিল কি না তাও তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায় নি। এছাড়া, প্রয়োজনীয় ব্যবস্থা না থাকায় নমুনা সংগ্রহও করা যায় নি। তবে পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা খুব জরুরি ছিল। আগামীকাল বুধবার থেকে এখানে করোনার উপসর্গ পরীক্ষার ব্যবস্থা হতে পারে। রাতেই মরদেহ বাড়ি নিয়ে গেছে তার স্বজনরা।


Exit mobile version