Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

শ্রীলঙ্কায় জঙ্গিবিরোধী অভিযানে নিহত ১৫


সারাদুনিয়া ডেস্ক :

শ্রীলঙ্কার পূর্বাঞ্চলে সন্দেহভাজন একটি জঙ্গি আস্তানায় অভিযান চালিয়েছে দেশটির সেনাবাহিনী। জঙ্গিদের সাথে গোলাগুলি ও বোমা বিস্ফোরণের পর ওই বাড়ি থেকে ৬ শিশুসহ অন্তত ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

জঙ্গি আস্তানায় অভিযানে পুলিশ সদস্যরা

শনিবার (২৭ এপ্রিল) সকালে শ্রীলঙ্কার পূর্বাঞ্চলের আম্পারা জেলার সাঁথারমুথুথুর এলাকার একটি বাড়িতে মরদেহগুলো উদ্ধার করা হয়। এর মধ্যে ৩ জন নারীর মরদেহ রয়েছে।

শ্রীলঙ্কার সামরিক বাহিনীর মুখপাত্র সুমিত আতাপাত্তু জানান, গতকাল রাতে রোববারের সিরিজ বোমা হামলায় জড়িতদের খুঁজতে একটি সন্দেহভাজন জঙ্গি আস্তানার অভিযানের সময় গোলাগুলি ও বিস্ফোরণের ঘটনা ঘটে।

২১ এপ্রিল সকালে শ্রীলঙ্কায় ইস্টার সানডের অনুষ্ঠানে ৩টি গির্জা ও ৩টি পাঁচ তারকা হোটেলে সিরিজ বোমা হামলার ঘটনায় নিহত হয় ২৫৩ জন। এ ঘটনায় আহত হন ৫শ’রও বেশি।

হামলার ঘটনায় এখনও পর্যন্ত ৭০ জনকে আটক করা হয়েছে।


Exit mobile version