Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

সংক্রমণ ঠেকাতে এবার দাঁড়াতে হবে বৃত্তে


ইউএনভি ডেস্ক: 
করোনার প্রাদুর্ভাব কমাতে এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করতে এবার নতুন উদ্যোগ নিল ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

হাতিরপুল বাজারের জনসমাগম কমাতে এবার বাজারের পাশের সড়কে ফাঁকা ফাঁকা করে বসানো হলো কাঁচা বাজার। সোমবার (২০ এপ্রিল) থেকে এই উদ্যোগ নেয় রমনা থানা পুলিশ। বাজারের ভেতরে জনসমাগম বেশি, তাই কাঁচা বাজারের শাকসবজি ও মাছের দোকানগুলো পাশের রাস্তায় সাদা রং দিয়ে বৃত্ত এঁকে বসানোর ব্যবস্থা করা হয়েছে।

এক বিক্রেতা থেকে আরেক দোকানের বিক্রেতার মাঝে দুই ফুট দূরত্ব বজায় রাখা হয়েছে। এক বার্তায় ডিএমপি জানায়, ডিএমপি কমিশনার জনাব শফিকুল ইসলামের নির্দেশনা মেনে দু’টি দোকানের দূরত্ব বজায় রেখে সড়কে বাজার বসানোর ব্যবস্থা করা হয়েছে। ডিএমপির এমন উদ্যেগে সামাজিক দূরত্ব নিশ্চিত হওয়ায় করোনা মোকাবিলা সহজতর হবে বলে স্বাস্থ্য বিশেষজ্ঞদের মত।

এর আগে সোমবার করোনাভাইরাসের সংক্রমণরোধে সরকার ঘোষিত সাধারণ ছুটিতে অকারণে ঘোরা-ফেরা এবং সামাজিক দূরত্ব নিশ্চিত না করায় ঢাকায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১ লাখ ৯৮ হাজার ৫০০ টাকা জরিমানা করে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত।


Exit mobile version