- ইউনিভার্সাল ২৪ নিউজ - https://universal24news.com -

সংক্রমণ ঠেকাতে মান্দায় অনলাইন কুরবানির পশুর হাট

সংক্রমণ ঠেকাতে মান্দায় অনলাইন কুরবানির পশুর হাট

নিজস্ব প্রতিবেদক:
করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে নওগাঁর মান্দায় অনলাইন কুরবানির পশুর হাট চালু করেছে উপজেলা প্রশাসন। ভাইরাসের সংক্রমণ এড়াতে মানুষ যখন অফিস, ব্যবসা-বাণিজ্য, নিত্যপণ্য কেনাকাটা, শিক্ষা-স্বাস্থ্য সবকিছুতেই ব্যবহার করছে অনলাইন প্লাটফর্ম। তখনই সামনে আসছে কোরবানির ঈদ।

এই ঈদে পশু কেনা, পশু পছন্দ করতে হাটে যাওয়াসহ নানা কারণেই প্রচণ্ড ভিড় ও ব্যাপক মানুষের সমাগম ঘটবে হাটগুলোতে। এতে বাড়তে পারে করোনা সংক্রমণের ঝুঁকি বলেও মনে করছে বিশ্লেষকরা। করোনা রোধে এসব কথা মাথায় রেখে খামারি ও ক্রেতাদের স্বাস্থ্য নিরাপত্তায় ‘কুরবানির পশুর ডিজিটাল হাট’ চালু করেছে সরকার।

সরকারি নির্দেশনা মোতাবেক নওগাঁর মান্দাতেও ‘কুরবানির পশুর ডিজিটাল হাট’ চালু করেছে উপজেলা প্রশাসন। এ নিয়ে ‘অনলাইন গবাদি পশুর হাট, মান্দা, নওগাঁ ’ নামের ফেসবুক পেজও চালু করা হয়েছে। এতে সহযোগিতা করবে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর।

এ ব্যাপারে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.অভিমান্য চন্দ্র জানান, আজ থেকেই কুরবানির পশু কিনতে অনলাইন প্লাটফর্ম চালু করা হয়েছে। ইউনিয়ন পরিষদের তথ্য বিভাগের মাধ্যমে এলাকা ভিত্তিকভাবে প্রচারণা চালাতে বলা হবে। এতে কিছুটা খোলা হাটে ভিড় কমানো যেতে পারে।

অনলাইনে পশুর হাট কতটা জনপ্রিয়তা পাবে প্রশ্নে প্রাণিসম্পদ দপ্তরের এই কর্মকর্তা জানান, মান্দা থানায় প্রায় ২৫ হাজার কুরবানির জন্য উপযোগী গরু রয়েছে। উপজেলার প্রতিটি গরুর খামারিদের কাছে অনলাইন হাটের বিষয়ে জানানো হবে। অনলাইন হাট চালু হওয়ায় এখন পর্যন্ত কোনো পশু কেনা-বেঁচা হয়নি বলেও জানান এই কর্মকর্তা।

মান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: আব্দুল হালিম জানান, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস সংক্রমণ এড়াতে আসন্ন ঈদ উল আযহাকে ঘিরে ‘কুরবানির পশুর ডিজিটাল হাট’ চালু করেছে সরকার। এরই ধারাবাহিকতায় কুরাবনি পশু ক্রয় বিক্রয় সুবিধার্থে অনলাইন প্লাটফর্ম তৈরি করা হয়েছে।

আর এতে সার্বিক তত্বাবধান করবে উপজেলা প্রশাসন। করোনা সংক্রমণ ঠেকাতে মান্দায় ‘কোররবানির পশুর ডিজিটাল হাট’ করায় খামারিদের বেশ সুবিধা হবে বলেও মনে করেন ইউএনও।

কুরবানি পশু কেনা-বেঁচা করতে নিচের এই লিংকে ক্লিক করুন:

%E0%A6%85%E0%A6%A8%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%87%E0%A6%A8-%E0%A6%97%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%BF-%E0%A6%AA%E0%A6%B6%E0%A7%81%E0%A6%B0-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%9F-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A6%BE-%E0%A6%A8%E0%A6%93%E0%A6%97%E0%A6%BE%E0%A6%81-111691780607499