সংক্রমণ বাড়ায় রাজশাহীতে মোড়ে মোড়ে রেনডম কোভিড টেষ্ট


নিজস্ব প্রতিবেদক :

রাজশাহীতে জনসাধারণের মাঝে ভ্রাম্যমাণ ফ্রি করোনা পরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে। রাজশাহী জেলা প্রশাসকের উদ্যোগে নগরীর পাঁচটি পয়েন্টে ভ্রাম্যমাণ স্টেশনে র‍্যাপিড টেস্ট কিটের মাধ্যমে এসব পরীক্ষা করা হচ্ছে । রোববার সকাল ১০ টার দিকে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, রাজশাহী সিভিল সার্জন কাউয়ুম তালুকদারসহ স্বাস্থকর্মীরা।

এ সময় পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক জানান, এই কার্যক্রমের মাধ্যমে আমরা জানতে পারবো রাজশাহীতে করোনার কোন ভেরিয়েন্ট কতটুকু আছে। সারা বাংলাদেশ এখন রাজশাহীকে নিয়ে আতঙ্কিত। এ পর্যন্ত পরীক্ষার ফলাফল বেশিরভাগই নেগেটিভ এসেছে। আমরা আশাবাদী জনগণ স্বাস্থ্যবিধি মানলে আমরা করোনা প্রতিরোধ করেত পারবো।

সিভিল সার্জন কাউয়ুম তালুকদার জানান, আমাদের পাঁচটি টিম নগরীর বিভিন্ন পয়েন্টে করোনার টেস্ট করছে। সকল পয়েন্টে মোট এক হাজার ২০০ টেস্ট করা যাবে। রাজশাহীতে কি পরিমাণ সংক্রমণ আছে সেটাই দেখাতে এই কার্যক্রম চালানো হচ্ছে। সাধারণ মানুষের মাঝে সংক্রমণ কতটা ছড়িয়ে গেছে তার বিষয়ে আমরা ধারণা পেলে পরবর্তিতে সিদ্ধান্ত নেওয়া সহজ হবে ।

এদিক জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে মূলত এ পরীক্ষার ফলাফল দেখার পরেই রাজশাহীর লকডাউনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।


শর্টলিংকঃ