সচিব হিসেবে পদোন্নতি পেলেন কেএম আব্দুস সালাম


নিজস্ব প্রতিবেদক :

এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক কে এম আব্দুস সালাম অতিরিক্ত সচিব থেকে পদোন্নতি পেয়ে সচিব হয়েছেন। বর্তমানে তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব। রবিবার (১৭ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আলাদা প্রজ্ঞাপন জারি করে কে এম আব্দুস সালামকে পদোন্নতি দেয়া হয়েছে ।

এদিকে কে এম আব্দুস সালাম সচিব হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম পরিচিতজন ও এলাকাবাসি তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। কে এম আব্দুল সালাম সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের নাঙ্গলমোড়া তেঁতুলিয়া গ্রামের আব্দুস সাত্তার মাস্টারের ছেলে।

তিনি ১৯৮৯ সালে এডমিন ক্যাডারে সদস্য হিসেবে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন। এরপর তিনি বিভিন্ন সময় সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থেকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। তিনি রাজশাহী সিটি কর্পোরেশনের সচিব পদেও দায়িত্ব পালন করেন।

সর্বশেষ তিনি ২০১৮ সালে ১৮ জানুয়ারি প্রধানমন্ত্রীর অধীনে এনজিও বিষয়ক ব্যুরো মহাপরিচালক (অতিরিক্ত সচিব) পদে যোগদান করেন এবং সুনামের সাথে দায়িত্ব পালন করেন।

আরও পড়তে পারেন  :  অসুস্থতা নিয়েও করোনা ল্যাবের অগ্রভাগে চিকিৎসক দম্পতি


শর্টলিংকঃ