Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

সবজির আড়ালে মাদকের চালান, আটক ২


ইউএনভি ডেস্ক:

রাজধানীর আদাবরের শ্যামলী রিং রোড থেকে কাচামালের গাড়িতে আনা এক হাজার বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন-সারোয়ার আলী ও রুবেল সিকদার। শুক্রবার বিকালে র‍্যাব-২ এর মিডিয়া কর্মকর্তা এএসপি আব্দুল্লাহ আল মামুন এই তথ্য নিশ্চিত করেছেন।


তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব জানতে পারে সিমান্ত এলাকা থেকে একটি পণ্যবাহী পিকআপে করে ফেনসিডিলের চালান রাজধানীতে আসছে। এরই ধারাবাহিকতায় রাজধানীর আদাবর থানার শ্যামলী মাঠ এলাকায় অভিযান চালিয়ে মাদকের চালনসহ দু জনকে গ্রেপ্তার করা হয়।

পরে গাড়িতে তল্লাশি চালিয়ে টমেটো, কুল ও পেয়ারা ক্যারেটের ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১০০১ বোতল ফেনসিডিল ও পলিথিনে মোড়ানো ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১৫ লাখ টাকা।

গ্রেপ্তারকৃতরা র‍্যাবকে জানিয়েছেন, অভিনব কায়দায় নিত্য নতুন কৌশলে অবৈধভাবে বাংলাদেশে আসা ফেনসিডিল ও গাঁজা স্বল্প মূল্যে কিনে বড়লোক হওয়ার জন্য রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বেশি দামে মাদক সরবরাহ করে আসছিলেন।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।


Exit mobile version