Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে না রাবি


রাবি প্রতিনিধি:
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশিত সমন্বিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় অংশ নেবে না রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার। এ বিষয়ে তিনি বলেন, ‘সমন্বিত ভর্তি পরীক্ষা বিষয়টি একাডেমিক কাউন্সিলের সভায় উত্থাপন করলে সেটি সদস্যরা নাকোচ করে দেন। সদস্যদের কন্ঠভোটে এই পদ্ধতিতে না যাওয়ার বিষয়টি পাস হয়। সুতরাং পুরনো নিয়মেই আমাদের পরীক্ষা হবে।’

সমন্বিত পদ্ধতিতে পরীক্ষায় অংশ না নেওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘এই পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হলে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটতে পারে বলে কাউন্সিলের সদস্যরা যুক্তি দিয়েছেন। তাছাড়া আমরা পাবলিক পরীক্ষাগুলোতে দেখি বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে অনেকেই অবৈধ সুযোগ-সুবিধা নেয়। ফলে রাবিতে আমরা যেমন মেধাবী বা স্বচ্ছ শিক্ষার্থী চাই তেমন না পাওয়ার ঘটনা ঘটতে পারে। তবে সদস্যরা এখানে মেধার মানটাকে বেশি গুরুত্ব দিয়ে নাকচ করেছেন।’

প্রসঙ্গত, চলতি বছর থেকে সমন্বিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়গুলোকে পরামর্শ দিয়েছে ইউজিসি। সেজন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে কয়েক দফা বৈঠকও করেছে ইউজিসির চেয়ারম্যানসহ প্রতিনিধিরা। ইতোমধ্যে এই পদ্ধতিতে পরীক্ষায় অংশ না দেওয়ার ঘোষনা দিয়েছে ঢাবি ও চবি।


Exit mobile version