সরকারি চাকরিজীবীদের সেবকের মানসিকতা জরুরি: শিল্পমন্ত্রী


শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, শাসক নয়, সরকারি চাকরিজীবীদের সেবকের মানসিকতা নিয়ে কাজ করতে হবে।
মঙ্গলবার শিল্পমন্ত্রণালয়ে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত দিনব্যাপী উদ্ভাবন ও সেবামূলক কর্মকাণ্ডের প্রদর্শনী উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, জনপ্রশাসনের কর্মকর্তারা জাতির মেধাবী সন্তান। বঙ্গবন্ধুর অর্থনৈতিক মুক্তির লক্ষ্য বাস্তবায়নে তাদের সর্বোচ্চ সততা, নিষ্ঠা, দেশপ্রেম ও পেশাদারিত্ব নিশ্চিত করা জরুরি।

তিনি বলেন, স্বাধীনতার পর বাংলাদেশে ঔপনিবেশিক প্রশাসনের পরিবর্তে জনবান্ধব ও জবাবদিহিমূলক প্রশাসন তৈরি হয়েছে। জনগণের করের টাকায় প্রশাসনের কর্মচারীরা বেতন-ভাতা পেয়ে থাকেন। এ বিবেচনায় সরকারের ইশতেহারে ঘোষিত অঙ্গীকার বাস্তবায়নের সিংহভাগ দায়িত্ব জনপ্রশাসনের ওপর বর্তায়।

তিনি শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন কারখানাগুলোকে লাভজনক করতে সর্বোচ্চ দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা দেন।
তিনি আরও বলেন, জনগণকে কষ্ট দিয়ে রাস্তাঘাট বন্ধ ও মানুষকে জিম্মি করে কোনো দাবি আদায় করা যাবে না।সূত্র: যুগান্তর


শর্টলিংকঃ