সরকার নির্ধারিত ক্রমানুসারে টিভি চ্যানেলের সম্প্রচার শুরু


ইউএনভি ডেস্ক:

সরকার নির্ধারিত ক্রমানুসারে বাংলাদেশি টেলিভিশন চ্যানেলের সম্প্রচার শুরু হয়েছে। গত ৯ মে তথ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই আদেশ প্রদান করা হয় এবং আজ সোমবার (১ জুলাই) থেকে এটা কার্যকর করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাবল অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) মতবিনিময় শেষে বিটিভি, বিটিভ ওয়ার্ল্ড, সংসদ বাংলাদেশ, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম সম্প্রচারে প্রথমে থাকবে। এছাড়া বাংলাদেশের অন্যান্য বেসরকারি টেলিভিশন চ্যানেলের সম্প্রচার তারিখ অনুযায়ী ক্রমানুযায়ী সম্প্রচার করা হবে।

তথ্য মন্ত্রণালয়ের ওই আদেশের ফলে আজ (সোমবার) থেকে ক্যাবল অপারেটররা এটা কার্যকর করেছে। খোঁজ নিয়ে জানা গেছে, দেশের বিভিন্ন এলাকায় সরকার নির্ধারিত ক্রমানুসারেই বাংলাদেশি টিভি চ্যানেলগুলো সম্প্রচার হচ্ছে। তবে কিছু কিছু এলাকায় এখনও আগের ক্রমানুযায়ী সম্প্রচার হচ্ছে।

এদিকে আজ সোমবার (১ জুলাই) থেকে বাংলাদেশে সম্প্রচারিত বিদেশি টেলিভিশনে দেশীয় পণ্যের বিজ্ঞাপন প্রচার দেখলে, সরকারি অনুশাসন লঙ্ঘন করলে জেল-জরিমানা কার্যকর হচ্ছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।


শর্টলিংকঃ